চট্টগ্রামে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাবারে প্রাকৃতিক মশলা ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানো, নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করা এবং জুস কর্নারে বাসি ফল ব্যবহার করাসহ নানা অনিয়মের দায়ে নগরীর জিইসির মোড়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে নগরীর জিইসি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার ফয়েজ উল্লাহ বলেন, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে খাবারে কেওড়া জল ব্যবহারের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কেএফসি জিইসি শাখাকে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ২০ হাজার টাকা এবং জুস কর্নারে বাসি ফল ব্যবহার করার দায়ে ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল ব্যবহার করার জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
গ্রাম আদালতকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে
ইরানে এ বছর ১ হাজার জনের মৃত্যুদণ্ড কার্যকর : আইএইচআর
নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত 
ঝিনাইদহে জমে উঠেছে দুর্গাপূজার বাজার, পোশাক ও খাদ্যপণ্যের বিক্রি বেড়েছে 
সংরক্ষিত আসনের বাইরে ৩৩ ভাগ নারী প্রার্থী মনোনয়নের দাবি
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি : ধর্ম উপদেষ্টা
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষ্যগ্রহণ
কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ পরিবেশ মন্ত্রণালয়ের
কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার 
১০