সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮
সীমান্তে ভারতীয় মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, ভোমরা, পদ্মশাখরা, কুশখালী, তলুইগাছা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এর আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী ও বাগাডাঙ্গীর মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তেতুলবাড়ি হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশ্বান নামক স্থান হতে, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান হতে, চান্দুরিড়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে এবং পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ২৫ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সরকারের
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার
কিশোরগঞ্জে নদী ও হাওরের হাঁস পালন: বদলে যাচ্ছে হাওরাঞ্চলের অনেক পরিবারের জীবনযাত্রা
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
১০