আগামী ৬ নভেম্বর হাবিপ্রবি’র ছাত্র সংসদ নির্বাচন

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৬ নভেম্বর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি’র ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের দিন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম বাসস'কে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর হাবিপ্রবি'র রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিনি বলেন, হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে গত ২৩ সেপ্টেম্বর বিকেল থেকে হাবিপ্রবি'র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর বৃহসপতিবার আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা হাবিপ্রবি প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আজ সকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের দাবি জানানো হয়। অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, তিনি বলেন।

হাবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান বাসস’কে জানান, আজ বুধবার তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, আগামী ৬ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞপ্তি প্রকাশ করায় আন্দোলনরত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.২৮ বিলিয়ন ডলার 
এইচআইভি প্রতিরোধী ইনজেকশন বিশ্বজুড়ে পাওয়া যাবে ২০২৭ সালে
নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের
জব্দকৃত শামুক ও ঝিনুক চলনবিলে অবমুক্ত
চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা 
মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে সমন্বিত কৌশল প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের  
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
দেশ বিরোধী স্লোগান : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজয় কারাগারে
১০