আগামী ৬ নভেম্বর হাবিপ্রবি’র ছাত্র সংসদ নির্বাচন

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৬ নভেম্বর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি’র ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের দিন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম বাসস'কে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর হাবিপ্রবি'র রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিনি বলেন, হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে গত ২৩ সেপ্টেম্বর বিকেল থেকে হাবিপ্রবি'র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর বৃহসপতিবার আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা হাবিপ্রবি প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আজ সকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের দাবি জানানো হয়। অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, তিনি বলেন।

হাবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান বাসস’কে জানান, আজ বুধবার তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, আগামী ৬ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞপ্তি প্রকাশ করায় আন্দোলনরত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০