দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪
ছবি : বাসস

দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনে কাজ করছে।

আজ বুধবার দিনাজপুর রাজবাটী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সব সময়ই উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের দুর্গাপূজা উৎসব সেই ধারাবাহিকতায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’

তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবসহ সব বাহিনী সমন্বিত ভাবে দুর্গাপূজা উৎসবের নিরাপত্তায় কাজ করছে।

এ কে এম শহিদুর রহমান বলেন, কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। দেশের বিভিন্ন স্থানে ১৪ থেকে ১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা করা হলেও, আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপররা করার কোনো সুযোগ পাবে না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে র‌্যাব-১৩ কমান্ডার লে. কর্ণেল মনজুর করিম প্রদীপ, দিনাজপুর পুলিশ সুপার মো. মারফাত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০