বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিং কমিটির প্রথম সভা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১
ছবি : বাসস

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা আজ বুধবার আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও জানানো হয়, সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয় এবং ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত করায় বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

এ ছাড়াও সভায় পরিস্থিতি বিবেচনায় ট্যারিফ বৃদ্ধি আরো এক বছর স্থগিত করতে বন্দর কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

সভায় বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে কাস্টমসকে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে বিজিএমইএ। কারণ, বন্দরের গতিশীলতা পুরোপুরি কাস্টমস নির্ভর।

পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক ও বিজিএমইএ পোর্ট এন্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ইনচার্জ মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ সাবেক পরিচালক ও পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির উপদেষ্টা এএম মাহবুব চৌধুরী, পোর্ট এন্ড শিপিং কমিটির সদস্য বিজয় শেখর দাশ, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), মো. আবদুল বারেক ও  মো. তসলিম আরিফ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০