বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিং কমিটির প্রথম সভা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১
ছবি : বাসস

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা আজ বুধবার আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও জানানো হয়, সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয় এবং ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি এক মাসের জন্য স্থগিত করায় বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

এ ছাড়াও সভায় পরিস্থিতি বিবেচনায় ট্যারিফ বৃদ্ধি আরো এক বছর স্থগিত করতে বন্দর কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

সভায় বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে কাস্টমসকে পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে বিজিএমইএ। কারণ, বন্দরের গতিশীলতা পুরোপুরি কাস্টমস নির্ভর।

পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক ও বিজিএমইএ পোর্ট এন্ড শিপিং বিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ইনচার্জ মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ সাবেক পরিচালক ও পোর্ট এন্ড শিপিংবিষয়ক স্থায়ী কমিটির উপদেষ্টা এএম মাহবুব চৌধুরী, পোর্ট এন্ড শিপিং কমিটির সদস্য বিজয় শেখর দাশ, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), মো. আবদুল বারেক ও  মো. তসলিম আরিফ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০