জাবিতে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও কপিরাইট সুরক্ষা সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আজ বুধবার ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও কপিরাইট সুরক্ষার মাধ্যমে শিক্ষাবিদদের ক্ষমতায়ন : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষায় অগ্রগতি ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকারের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করেছে এবং গবেষকদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও কাজ করছে।

উপাচার্য অ্যাকাডেমিক গবেষণার সুরক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও কপিরাইট সুরক্ষা নীতি প্রণয়নের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান ও বাংলাদেশ কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০