আগামীকাল বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল বিশ্ব নৌ-দিবস ২০২৫ পালিত হবে। এবারের প্রতিপাদ্য: ‘আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘জাহাজ চলাচলের নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্ব নৌ-দিবস পালিত হয়। এ দিবসটি বিশ্ব বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে সামুদ্রিক শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে।’

তিনি বলেন, প্রতিবছর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) সামুদ্রিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ ইস্যু মোকাবিলায় নির্দিষ্ট একটি প্রতিপাদ্য নির্বাচন করে। এবারের প্রতিপাদ্য: ‘আমাদের মহাসাগর, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’ বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, মহাসাগর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস এবং আমরা যে অক্সিজেন শ্বাস নিই তার অর্ধেকই উৎপাদন করে। মহাসাগরে অসংখ্য সামুদ্রিক প্রজাতি বসবাস করে এবং এটি বিশ্বজুড়ে কোটি মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তা করে। একইসঙ্গে এটি ব্যাপক অর্থনৈতিক সুযোগও তৈরি করে।

তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং, যা বৈশ্বিক পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করতে মৌলিক ভূমিকা রাখে। পণ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এটি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিকে ত্বরান্বিত করে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিশ্ব সামুদ্রিক দিবস ২০২৫ উপলক্ষে আমি সকল সামুদ্রিক সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীলভাবে আমাদের মহাসাগর ও সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা আমাদের দায়িত্ব পালন ও পানির নিচের পৃথিবীর পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় বিধি-বিধান ও নির্দেশিকা গ্রহণ, বাস্তবায়ন ও প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০