টাঙ্গাইল, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): টাঙ্গাইল শহরের লৌহজং নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু নিখোঁজ রয়েছে।
আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে। নিখোঁজ শিশুর নাম আদিব (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপরে মেহেদি হাসান ও তার বন্ধু আদিব নদীতে নামে মাছ ধরার জন্য। এ সময় দুজনই স্রোতে ভেসে যায়। খবর পেয়ে দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা বেলা সাড়ে তিনটার দিকে মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। আদিব এখনো নিখোঁজ।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।