চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১১ জন এবং হল সংসদে ৯ জন। এছাড়া ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার দুপুর ৪টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ২০ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে ২৬টি, হল সংসদের ১৪টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।