সাতক্ষীরায় ৫ লাখ ৭ হাজার শিশু টাইফয়েড টিকা পাবে

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫
সাতক্ষীরায় টাইফয়েড টিকা পাবে ৫ লাখ ৭ হাজার শিশু । ছবি : বাসস

সাতক্ষীরা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরার পুলিস সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো. আদম আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহা-পরিচালক ফাইজুল হক।

এসময় বক্তারা বলেন, সুস্থ, সবল, কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করেেত হবে। একটি সুন্দর জাতি গঠনের লক্ষ্যে সরকার বিনামূল্যে এই ভ্যাকসিন গুলো দিচ্ছে। ভ্যাকসিন নিয়ে গুজব প্রতিরোধ করে তালিকাভুক্ত সকল শিশুকে টিকা ক্যাম্পে আনতে হবে। এজন্য সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সকলের সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হবে।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সাতক্ষীরায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ৭ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। মোট ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সভায় আরো বলা হয়, টিকা প্রহণের মাধ্যমে যক্ষা, ডিফথেরিয়া, হাম রুবেলা, পোলিও, হুপিংকাশি, হেপাটাইটিস বি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কার্যকারিতা পাওয়া গেছে। 

এ্যাডভোকেসি সভায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
১০