নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

নওগাঁ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার পোরশা উপজেলায় আজ ব্যাটারি-চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিজাম উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরে পোরশা উপজেলার নিতপুর বড় ব্রিজের কাছে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন জেলার সাপাহার উপজেলার দক্ষিণ খোট্টাপাড়ার মো. সাইফুদ্দিনের ছেলে।

এ দুর্ঘটনায় হাকিম ও মো. ফাইম নামের দু’ব্যক্তি আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জেলার সাপাহার উপজেলার খোট্টাপাড়া থেকে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার নিতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিতপুর বড় ব্রিজের কাছে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ব্যাটারী চালিত যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন এবং অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন। 

তবে গুরুত্বর আহত নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যান। 

অপরদিকে আহত দুইজনকে পোরশা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে বুধবার বিকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ
এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি
১০