সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১
সীমান্তে ভারতীয় মালামাল জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ছবেদার মোড় বাগাডাঙ্গীর মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশ্বান ঘাট হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয় উপজেলার তেতুলতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন সাতক্ষীরা উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালচত্তর নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ৯৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত
করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক বরাদ্দ করে গেজেট প্রকাশ
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ দিতে ইসিতে এনসিপির আবেদন 
ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দেয়ার আহ্বান ডিএমপি’র
বার্সা শিবিরে দু:সংবাদ
বয়সের কারণে ইয়ামাল ব্যালন ডি’অর পাননি
১০