নাটোর, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নাটোরে জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনাকালে জব্দকৃত শতাধিক বস্তা শামুক ও ঝিনুক চলনবিলে অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন ও তেলিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সিংড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য ভরপুর চলনবিলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী শামুক, ঝিনুক, কাঁকড়া নিধনের সঙ্গে জড়িত। বিলের জীববৈচিত্র্যসহ উপকারী জলজপ্রাণী রক্ষায় মৎস্য বিভাগ ও প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে। অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করে বিলে অবমুক্ত করা হয়েছে।