রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪

রাজশাহী, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর চারঘাটে হৃদয় হত্যা মামলার মূলহোতা মো. রকিকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রকি চারঘাট উপজেলার গোপালপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী ও র‌্যাব-১, সিপিসি-২ কোম্পানি, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে তাকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মন্নুনগর থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ৫ বছর পূর্বে মামলার বাদী মো. কাবুলের ভাতিজি রেখা খাতুনের (২৭) সঙ্গে একই এলাকা গোপালপুরের মো. মিথনের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর তারা কাবুলের বাড়িতেই বসবাস করতেন। কিন্তু সাংসারিক বনিবনা না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। পরে তারা এলাকার মধ্যেই অন্যত্র চলে যান।

১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে মিথন মোবাইলে বাদী কাবুলের ফোনে কল করে জানান রেখা মারা গেছে। বিষয়টি জানার পরে কাবুল তার ছেলে হৃদয় আলী অনিকসহ লোকজন নিয়ে মিথনদের বাড়ি যান। গিয়ে দেখেন রেখা জীবিত আছে। এমন মিথ্যা সংবাদ দেওয়া নিয়ে মিথনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সেখানে পূর্ব থেকে উপস্থিত মিথনের দলের মো. রকি ধারালো চাকু দিয়ে হৃদয় আলী অনিককে আঘাত করলে বাম কাঁধের নিচে লেগে গুরুতর জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। এ ব্যাপারে চারঘাট থানায় কাবুল হত্যা মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরে অভিযান চালিয়ে আসামি রকিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে র‌্যাব-৫। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর : কর্মসূচি গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জে চলছে পূজার শেষ মুহূর্তের কাজ
জার্মানিকে ১.২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিক্ষোভের মুখে পূর্ব তিমুরে আজীবন পেনশন বাতিল 
পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
ধলেশ্বরীর তীরে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং শুরু
দুর্গাপূজায় টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
১০