দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭
দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ। ছবি : বাসস

বাগেরহাট, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় দুর্গাপূজা উপলক্ষে চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার  বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় নারী-পুরুষ ও শিশুদের হাতে এ বস্ত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগে সহযোগিতা করেছে দুর্বার উন্নয়ন সংস্থা। এ সময় দু শতাধিক পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

নতুন শাড়ি, লুঙ্গী, শার্ট, প্যান্ট, থ্রি পিস হাতে পেয়ে অসহায়দের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। দুর্গাপুর গ্রামের শান্তিলতা গাইন জানান, উৎসবের আগে এমন উপহার তাদের জন্য বিশেষ আনন্দের। অনেকেই আয়োজকদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগে তারা শুধু পোশাক পাননি, পেয়েছেন ভালোবাসা ও মানবিকতার বার্তা।

বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম শহীদুল হক টিপু, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সি বলেন, সংবাদ প্রচারের পাশাপাশি সমাজের কল্যাণেও প্রেসক্লাব কাজ করে আসছে। শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, মানবতার সেবাই আমাদের লক্ষ্য। প্রেসক্লাবের এই মানবিক কাজে অংশ নিতে পেরে তিনি আনন্দিত এবং বিশ্বাস করেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা আরও বাড়িয়ে তুলবে।

মানবিক এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বড়বাক গ্রামের পুস্প কীর্তনীয়া আশা প্রকাশ করেছেন, সমাজের অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০