দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭
দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে বস্ত্র বিতরণ। ছবি : বাসস

বাগেরহাট, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় দুর্গাপূজা উপলক্ষে চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার  বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় নারী-পুরুষ ও শিশুদের হাতে এ বস্ত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগে সহযোগিতা করেছে দুর্বার উন্নয়ন সংস্থা। এ সময় দু শতাধিক পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

নতুন শাড়ি, লুঙ্গী, শার্ট, প্যান্ট, থ্রি পিস হাতে পেয়ে অসহায়দের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। দুর্গাপুর গ্রামের শান্তিলতা গাইন জানান, উৎসবের আগে এমন উপহার তাদের জন্য বিশেষ আনন্দের। অনেকেই আয়োজকদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগে তারা শুধু পোশাক পাননি, পেয়েছেন ভালোবাসা ও মানবিকতার বার্তা।

বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম শহীদুল হক টিপু, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সি বলেন, সংবাদ প্রচারের পাশাপাশি সমাজের কল্যাণেও প্রেসক্লাব কাজ করে আসছে। শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, মানবতার সেবাই আমাদের লক্ষ্য। প্রেসক্লাবের এই মানবিক কাজে অংশ নিতে পেরে তিনি আনন্দিত এবং বিশ্বাস করেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা আরও বাড়িয়ে তুলবে।

মানবিক এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বড়বাক গ্রামের পুস্প কীর্তনীয়া আশা প্রকাশ করেছেন, সমাজের অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ
দিনাজপুরে লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত 
রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক দোষী সাব্যস্ত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান
মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান ফ্রান্সের
চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন
হাত ধোয়া দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি
ইন্দোনেশিয়ায় তেল ট্যাঙ্কারে আগুনে ১০ জন নিহত
বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত
১০