জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
ছবি: বাসস

নাটোর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দাবিতে নাটোরে মিছিল শেষে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় শহরের মাদ্রাসা মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জিরো পয়েন্টে ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি জেনারেল সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি দল নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছে। যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন হলো, যারা শাহাদত বরণ করলেন তাদের ত্যাগের মূল্যায়ন না করে, অভিযুক্তদের বিচার নিশ্চিত না করে শুধুই নির্বাচনের দাবি চলছে এখন। আমাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে আয়োজন করা হলে আমরা মনেকরি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে।

এদিকে জুলাই সনদ ঘোষণা, জুলাই গণহত্যার বিচার ও আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে ঝিনাইদহে, রাজবাড়ীতে, হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০