জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাটোরে জামায়াতের সমাবেশ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
ছবি: বাসস

নাটোর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দাবিতে নাটোরে মিছিল শেষে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় শহরের মাদ্রাসা মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জিরো পয়েন্টে ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি জেনারেল সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি দল নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছে। যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন হলো, যারা শাহাদত বরণ করলেন তাদের ত্যাগের মূল্যায়ন না করে, অভিযুক্তদের বিচার নিশ্চিত না করে শুধুই নির্বাচনের দাবি চলছে এখন। আমাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে আয়োজন করা হলে আমরা মনেকরি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে।

এদিকে জুলাই সনদ ঘোষণা, জুলাই গণহত্যার বিচার ও আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে ঝিনাইদহে, রাজবাড়ীতে, হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়া যাচ্ছেন 
সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সিরিয়ায় বাসে বিস্ফোরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ কর্মী নিহত
দুইটি মোটরসাইকেল ও অর্থসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার 
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ
দিনাজপুরে লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত 
রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক দোষী সাব্যস্ত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান
মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান ফ্রান্সের
১০