জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা আজ সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস.এম. এমদাদুল হক এর সভাপতিত্বে আজ সভা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন এর কার্যপদ্ধতি নির্ধারণ ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

সভায় প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করার বিষয়ে কমিটির সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৯ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন অংশীজনদের (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগ, আইন কমিশন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট) সাথে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন কমিশনের সদস্য ড. নাইমা হক, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মোঃ আজিজুল হক উপস্থিত ছিলেন।

সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(১) অনুসারে অর্থ বিভাগের গত ৮ সেপ্টেম্বর প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব শুরু মঙ্গলবার
নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তারেক রহমান 
পূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত: একেএম শহিদুর রহমান 
নারায়ণগঞ্জে ওভারপাস থেকে ট্রাক পড়ে রিকশাচালক নিহত 
এনবিআরের পরামর্শক কমিটি বিলুপ্ত
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ অপহরণকারী ও অপহৃত ৩ জনকে উদ্ধার
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
মহাসপ্তমী উদযাপিত: আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা
মৃৎশিল্পে অবদান: বরিশালে ১২ শিল্পীকে সম্মাননা প্রদান
১৫ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
১০