পিরোজপুরে জেলা রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে আটক ২

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

পিরোজপুর, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব- রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন ও তার দল বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় নকল নবিশ মর্জিনা খানমের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং শিল্পী রানীর কাছ থেকে ১৭ হাজার টাকাসহ মোট ৬৭ হাজার টাকা সন্দেহজনকভাবে জব্দ করা হয়। দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

অভিযুক্ত মর্জিনা খানম (৪৩) সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মানিক সিকদারের স্ত্রী এবং শিল্পী রানী (৪৮) নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী। তারা উভয়েই নকল নবিশ হিসেবে কর্মরত। 

জেলা দুদকের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, অভিযানে বেশ কয়েকটি অনিয়ম ধরা পড়েছে। নকল নবীশরা কর্মকর্তাদের মতো সরাসরি অফিসে বসে কাজ করছেন, যা নিয়মবহির্ভূত। এছাড়া দুইজনের কাছ থেকে সন্দেহজনক অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা যায়,  সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। অভিযানে গিয়ে দেখা যায়, প্রায় ৫০ জন নকল নবিশ অফিস ক্যাম্পাসে বসার কথা থাকলেও তারা সরাসরি অফিসের ভেতরে কর্মকর্তাদের মতো বসে সেবা দিচ্ছেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
ইউরোপীয় নির্যাতন-বিরোধী কনভেনশন থেকে রাশিয়া সরে দাঁড়ালো
স্মারক রৌপ্য মুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক
চাঁদপুরে লঞ্চে গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড
১০