কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮
প্রতীকী ছবি

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কাগজের শপিং ব্যাগ বিক্রি বন্ধ করে ফ্রিতে দেওয়ার আবেদন জানিয়ে ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজার বরাবর আজ রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা। 

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষ বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভিযোগ দায়ের করতে বাধ্য হবেন বলেও নোটিশে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী।

আজ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং-এর একজন নিয়মিত গ্রাহক। অনেক বছর ধরে আমি আড়ং হতে কেনাকাটা করে আসছি এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতাম। পরিতাপের বিষয় এই যে, গত ২৪ সেপ্টেম্বর কেনাকাটার পর মগবাজার আউটলেটে বিল পরিশোধ করতে গিয়ে জানা যায়— প্রোডাক্টের সাথে কোনো ধরনের ব্যাগ দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে জিজ্ঞেস করলে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৫ হতে আড়ং শপিং-এর সাথে ব্যাগ দেওয়া হয় না। অর্থাৎ কেনাকাটা করলে পূর্বে কাগজের যে ব্যাগ ফ্রিতে পাওয়া যেত সেই কাগজের ব্যাগগুলোই এখন টাকা দিয়ে কিনতে হবে।

এই নোটিশে বলা হয়েছে, বিল পেমেন্ট বুথে ‘আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরো অর্থবহ’ এরূপভাবে একটি লিফলেট দিয়ে গ্রাহকদের জানানো হচ্ছে— আড়ং শপিং ব্যাগের ওপর সীমিত চার্জ প্রযোজ্য এবং ব্যাগ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় করা হবে স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে। সবুজ এবং টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিজ্ঞাপন সম্বলিত এরূপ হীন মানসিকতার বিজ্ঞাপন আড়ং-এর মতো প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশে আরো বলা হয়, অন্যান্য সুপারশপের যেসব ব্যাগ টাকা দিয়ে কিনতে হয় সেগুলোতে সৃজনশীলতার বহিঃপ্রকাশ রয়েছে অর্থাৎ তারা পলিথিন ব্যাগের পরিবর্তে পাট জাতীয় ব্যাগের ব্যবহার করছে; এতে যেমন একদিকে পরিবেশবান্ধব বিষয় পরিলক্ষিত হয় তেমনি ক্রেতারা সেসব ব্যাগ মূল্য দিয়ে কিনে অনেকবার ব্যবহারের সুযোগ পাচ্ছে। এতে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের লোগো সম্বলিত বিজ্ঞাপনের সুযোগ নেই।

আড়ং থেকে শপিং করার পর, পণ্যের ভ্যাটের মান পরিশোধ করার পর, কাগজের শপিং ব্যাগ দাম দিয়ে কিনতে হলে তা আমাদের মতো মধ্যম আয়ের দেশের মানুষের জন্য এক ধরনের মানসিক অস্থিরতা। সস্তা মানসিকতা, স্বেচ্ছাচারিতা আড়ংয়ের মতো ব্র্যান্ডের কাছ থেকে অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এই নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে এ ধরনের বেআইনি কার্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভিযোগ দায়ের করতে বাধ্য হবেন নোটিশদাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০