নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে ট্রাক নিচে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়া ওভারপাসের রেলিং এর আঘাতে এক রিকশা চালক নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে ফতুল্লা থানার ভূইগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশা চালকের নাম মোহর উদ্দিন (৬৫)। তিনি দেলপাড়ার আবু তালেব মিয়ার গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চালাতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাষাড়া থেকে সাইনবোর্ড এলাকার দিকে যাওয়ার পথে একটি ট্রাক ভূইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি রেলিং ভেঙে ওভারপাস থেকে নিচে পড়ে যায়। সে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মোহর উদ্দিন ওভারপাসের কাছাকাছি ছিলেন। ওভারপাসের রেলিংয়ের অংশবিশেষ ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আঘাত পাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ জানান, মোহর উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন। কিন্তু ঘটনার পরেই তারা ট্রাক রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক সরিয়ে নিয়েছেন। এ ঘটনায় একজন রিকশাচালক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।