মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪
ফাইল ছবি

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মা ইলিশ রক্ষায় নৌপুলিশ আগামী ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে।

নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই অভিযান শুরুর ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন চলবে। এই সময়ের মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে ঢাকা নৌপুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় অভিযানের সময় সম্ভাব্য ঝুঁকি, দুষ্কৃতিকারী কর্তৃক অভিযানে বাধা বা হামলা, মাছ আহরণের নিষিদ্ধ স্থান/অঞ্চল, মৎস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলে সম্প্রদায়ের সাথে সমন্বয় এবং অভিযানের সময় অফিসার ও ফোর্সের নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস উল্টে মা-মেয়ে নিহত
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
১০