নারায়ণগঞ্জে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার বন্দর থানা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপির নেতারা। 

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্দরের মদনগঞ্জ বটতলা শ্রীশ্রী লাল জিউর আখড়া পূজামণ্ডপ, তিরনিপুল ঋষিপাড়া পূজামণ্ডপ, বাবুপাড়া শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্রের পূজামণ্ডপ, শ্রীশ্রী লালজী মন্দির পূজামণ্ডপ, বন্দর রেলী রেজার্স সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, বন্দর বাজার শ্রীশ্রী দুর্গা মন্দির পূজামণ্ডপ, সিরাজউদ্দৌলা মাঠ পূজামণ্ডপ, কদম রসুল শ্রীশ্রী শিবকৃষ্ণ মন্দির পূজামণ্ডপ, একরামপুর পূজামণ্ডপ, শ্রীশ্রী গৌর নিতাই বিগ্রহ মন্দির পূজামণ্ডপ, ইস্পাহানী জেলেপাড়া শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দির পূজামণ্ডপ, ১নং ঢাকেশ্বরী দেব মন্দির পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মণ্ডপ পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার পরিস্থিতির খোঁজখবর নেন।

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাসির উল্লাহ টিপু, সোহেল খান বাবু, ইকবাল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উদ্দিন সোহেল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন সানু, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
আফগানিস্তান জুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন
লালমনিরহাট সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে বিজিবির কড়া নিরাপত্তা
আলীকদমে পূজামণ্ডপে বিজিবির আর্থিক অনুদান
নারায়ণগঞ্জে মন্দিরে ‘শহীদ রিয়া গোপ’ হেল্পবুথ
৮ অক্টোবর থেকে শুরু হবে বরিশাল বিভাগীয় বইমেলা
যশোরে মাদকসহ এক কারবারি আটক 
প্রযুক্তি শিল্পকে লক্ষ্য করে এআই নিরাপত্তা আইন প্রণয়ন করল ক্যালিফোর্নিয়া
১০