মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি 

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মওলানা মো. মুজীবুর রহমান। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মওলানা মো. মুজীবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, মুজীবুর রহমান কেন্দ্র পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার তত্ত্বাবধানে কেন্দ্রের পরিবেশ পরীক্ষা পরিচালনার নিয়মের পরিপন্থি হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে মুজীবুর রহমানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের ভেন্যু নিকটবর্তী অন্য একটি মাদ্রাসায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মুজীবুর রহমানের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। 

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের এ সংক্রান্ত পত্রটি হাতে পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে তথ্য অফিসের উঠান বৈঠক
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস উল্টে মা-মেয়ে নিহত
১০