মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি 

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মওলানা মো. মুজীবুর রহমান। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মওলানা মো. মুজীবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, মুজীবুর রহমান কেন্দ্র পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার তত্ত্বাবধানে কেন্দ্রের পরিবেশ পরীক্ষা পরিচালনার নিয়মের পরিপন্থি হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে মুজীবুর রহমানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের ভেন্যু নিকটবর্তী অন্য একটি মাদ্রাসায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মুজীবুর রহমানের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। 

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের এ সংক্রান্ত পত্রটি হাতে পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০