মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি 

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মওলানা মো. মুজীবুর রহমান। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মওলানা মো. মুজীবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, মুজীবুর রহমান কেন্দ্র পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার তত্ত্বাবধানে কেন্দ্রের পরিবেশ পরীক্ষা পরিচালনার নিয়মের পরিপন্থি হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে মুজীবুর রহমানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের ভেন্যু নিকটবর্তী অন্য একটি মাদ্রাসায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মুজীবুর রহমানের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। 

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের এ সংক্রান্ত পত্রটি হাতে পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০