দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, সামান্য কমার সম্ভাবনা রাতে

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গতকাল  (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে রাজারহাট ও চুয়াডাঙ্গায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে তাপমাত্রা শ্রীমঙ্গলে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নারায়ণগঞ্জে ২৭ মিলিমিটার। 

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় রিকশা পেলেন সেই যমজ শিশুদের বাবা
ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন
মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্সের জন্য প্রতিবেদন আহ্বান
রাজধানীতে বিরল অ্যামাজন ওয়াটার লিলির অপরূপ সৌন্দর্য
পূজায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : আইজিপি
যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি দেশে ফিরবেন : মন্ত্রণালয়
চীনে বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে সংবর্ধনা
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে একই পরিবারের ৪ জন নিহত
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে ৩ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮
দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বাগেরহাট আইএমটি 
১০