রাজশাহী, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
সোমবার রাতে নগরের গণকপাড়ায় ২টি ধর্মসভা মণ্ডপ এবং রানীবাজারসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মিনু বলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। এ বছর অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপিত হচ্ছে।
বাকি দিনগুলোতে আরও সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। আমাদের নেতাকর্মীরাও কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, এবার আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।