পটুয়াখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসন

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩
সোমবার বাউফলের ইউএনও আমিনুল ইসলাম এলাকার পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। ছবি: বাসস

পটুয়াখালী, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীকে ঘিরে গতকাল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ বইছে গোটা পটুয়াখালী জেলা জুড়ে।

গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এলাকার সবচেয়ে বড় পূজামণ্ডপ কালাইয়া সার্বজনীন পূজা মন্দির, দাসপাড়া ও কাগজির পুলে সার্বজনীন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, সরকার সনাতন ধর্মাবলম্বীষের দুর্গা উৎসবকে ঘিরে নানান কর্মসূচি গ্রহণ করেছে। বাউফল উপজেলায় ৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে জেলার বাউফল উপজেলায় হিন্দু অধ্যুষিত কালাইয়া, দাসপাড়া ও কাগজির পোলে নানান আয়োজনের মধ্য দিয়ে পূজা শুরু হয়েছে।

এ সময় আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে আমিনুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমাদের বাংলাদেশ। সরকারের রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের সাথে নিয়ে একাত্ম হয়ে কাজ করছি। পূজা অর্চনা আর দেবী বিসর্জন করা পর্যন্ত মাঠে আছি, থাকবো আপনাদের সাথে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাসান মিলু, বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার, মেজর সামিন, উপ কৃষি কর্মকর্তা রেদওয়ান উদ্দীন তালুকদার জুনিয়রসহ গণমাধ্যম কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় রিকশা পেলেন সেই যমজ শিশুদের বাবা
ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন
মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইনডিপেনডেন্সের জন্য প্রতিবেদন আহ্বান
রাজধানীতে বিরল অ্যামাজন ওয়াটার লিলির অপরূপ সৌন্দর্য
পূজায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : আইজিপি
যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি দেশে ফিরবেন : মন্ত্রণালয়
চীনে বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে সংবর্ধনা
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে একই পরিবারের ৪ জন নিহত
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে ৩ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮
দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বাগেরহাট আইএমটি 
১০