হবিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী কুমারী পূজা।
এ বছর পূজিত হয়েছেন হবিগঞ্জের চিড়াকান্দি গ্রামের শিশু উৎসা চক্রবর্তী। শাস্ত্রীয় রীতিতে ‘মালিনী কুমারী’ নামে পূজিত হন উৎসা। আজ সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এ পূজা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত-দর্শনার্থীরা সমবেত হন। কুমারী উৎসা চক্রবর্তীর বয়স ৬ বছর ৮ মাস ১৯ দিন। বাবা উজ্জ্বল চক্রবর্তী ও মা ঋক্তা ভট্টাচার্যের কন্যা উৎসা, হবিগঞ্জের দি লার্নিং স্টার একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরনে লাল শাড়ি, হাতে শাঁখা, মাথায় ঝলমলে মুকুট আর দুইহাতে পুষ্প নিয়ে তিনি পূজার আসনে আসীন হন।
এ সময় পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধর্মীয় আচারে কুমারী মাতাকে দেবীরূপে বরণ করেন। পূজা উপলক্ষে পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।