চীনে বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে সংবর্ধনা

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনে এ বছর দ্বিতীয় দফায় বাংলাদেশি কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

গতকাল সোমবার এই প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশি কূটনীতিকরা বিশেষ প্রশিক্ষণের জন্য শীঘ্রই চীন সফর করবেন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল চীনা দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির সচিব ও রেক্টর ড. মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই কর্মসূচির মাধ্যমে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আয়োজিত প্রশিক্ষণ উদ্যোগে অংশগ্রহণকারী তরুণ বাংলাদেশি কূটনীতিকদের চতুর্থ ব্যাচের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, আসন্ন সফরটি চীনের উন্নয়নের পথ বোঝার জন্য পারস্পরিক শিক্ষা সফর, চীনা আধুনিকীকরণের অভিজ্ঞতা অর্জনের জন্য অনুশীলনের সফর ও আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করার জন্য সংলাপের যাত্রা।

রাষ্ট্রদূত তরুণ কূটনীতিকদের সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণে সুযোগটি কাজে লাগানোর, চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী হওয়ার ও দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

চীনে মূল্যবান প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সচিব এবং রেক্টর ড. মো. নজরুল ইসলাম। 

তিনি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় উন্নীত করার জন্য ভবিষ্যতে চীনা দূতাবাসের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০