নেত্রকোণায় রিকশা পেলেন সেই যমজ শিশুদের বাবা

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭
নেত্রকোণায় রিকশা পেলেন যমজ শিশুদের বাবা রমজান মিয়া। ছবি: বাসস

নেত্রকোণা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণা শহরের নাগড়া আনন্দ বাজার এলাকায় বসবাসকারী কর্মহীন রমজান মিয়া পেশায় দিনমজুর। জীবিকার প্রয়োজনে কখনও রিকশা চালাতেন, কখনও করতেন রাজমিস্ত্রির কাজ। দাম্পত্য জীবনে তাদের চার সন্তান। দুই ছেলে ও সদ্য জন্ম নেওয়া যমজ শিশু। অভাব-অনটনের কারণে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে রমজান মিয়ার জন্য।

এমন পরিস্থিতিতে রমজান ও তার স্ত্রী সোমা যমজ সন্তানদের মধ্যে একটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

এ খবর জানতে পেরে শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল আলম খান সানী বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনেন। পরে জেলা প্রশাসন, স্থানীয় জনসাধারণ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এগিয়ে আসে রাজন-সোমার পাশে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সমাজসেবার অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে সন্তান বিক্রি হওয়ার খবর জানা মাত্র তাৎক্ষণিকভাবে রমজানের পরিবারকে সাহায্য করতে ছুটে যান। তাৎক্ষণিকভাবে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করে আশ্বাস দেন পরিবারটিকে পুনর্বাসনের। 

এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈধ লাইসেন্সসহ রমজান মিয়াকে রিকশা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ব্র্যাকের সহায়তায় পুনর্বাসন কর্মসূচির আওতায় তাকে এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হক ও  ব্র্যাক এর প্রতিনিধিগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের দল ঘোষনা
দিনাজপুরে কুমারী পূজায় ভক্তদের ভিড়
মেহগনি বাগানে চুইঝাল চাষে সফল খুলনার আবু জাফর
বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত
টাঙ্গাইলে ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের
রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ দুইজন গ্রেফতার
কুমিল্লায় ১৫,৮৬,০১৯ জনকে টাইফয়েডের টিকা দেওয়া হবে
বরিশালে সাত লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা
কুমিল্লায় ইয়াবা পাচারে ট্রাক চালকের যাবজ্জীবন, সহযোগীর জেল
১০