নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২
শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে আনন্দঘন পরিবেশে মঙ্গলবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়।ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে আজ কুমারী রূপে দেবী দূর্গাকে অর্ঘ্য অর্পণ করা হয়েছে। এর আগে কুমারী দেবীর আশীর্বাদ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার পূর্ণার্থী পূজায় অংশ নেন।

মঙ্গলবার সকালে পূজারী ব্রক্ষ্মচারী ঈশ্বর চৈতন্যের পরিচালনায় কুমারীর আসনে বসেছেন নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে রাজশ্রী ভট্টাচার্য্য। ৮ বছর বয়সী রাজশ্রী মোদগুল্লো গোত্রের এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

দেবীরূপে রাজশ্রীকে পূজামণ্ডপে তুলে এনে ষোড়শ উপাচারে পূজা করা হয়। ঢাক-ঢোলের বাজনা ও মন্ত্র পাঠ করে দেবীর আসনে বসা কুমারীকে পূজো দিয়ে বরণ করা হয় দেবীকে। পরে দেবীর কাছে প্রার্থনা ও অঞ্জলি শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। এবারের পূজাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

কুমারী রাজশ্রীর বাবা পাপ্পু ভট্টাচার্য্য বলেন, আমার মেয়েকে যে কুমারী রুপে বসাতে পেরেছি এজন্য আমি খুব আনন্দিত। আজকে আমি দেশবাসীসহ সকলের জন্য মঙ্গল কামনা করেছি।

রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথা নন্দ পূজা শেষে বলেন, শাস্ত্র মতে প্রতিটি মেয়ের মাঝে দূর্গা মা বিরাজমান। সেই বিশ্বাস ও অনুভূতি থেকেই কুমারী পূজা করা হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, মেয়েদের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো। যে সমাজে, দেশে ও পরিবারে মেয়েরা শান্তিতে নাই ওই পরিবার, দেশ শান্তিতে থাকতে পারে না। এজন্য মায়েদেরকে সম্মান জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট : এএফপি 
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
দুই বছর পর শতবর্ষী মন্দিরে নারীদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন
ইসলামাবাদে সার্ক এনার্জি সেন্টারের ১৮তম গভর্নিং বোর্ড সভা অনুষ্ঠিত
বিশ্বকাপ বাছাইপর্বে সার্বিয়ার জরিমানা
নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী
কাল থেকে শুরু সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর
জয়পুরহাটে এআই প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার
দুর্গাপূজা প্রকৃতি ও মানবিক সম্পর্কের প্রতি গভীর ভালোবাসার বার্তা বহন করে : ফরিদা আখতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটির পরিবর্তে তিনটি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা
১০