রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে উপহার বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা। এসময় তিনি উপহারসামগ্রীও বিতরণ করেন।

হুম্মাম কাদের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই এসেছি।’ 

এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

হুম্মাম কাদের বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির দল। জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সকল ধর্মাবলম্বীর সুখ-শান্তি, নিরাপত্তা, ধর্মকর্ম পালনের স্বাধীনতা ও মূল্যবোধ এবং সংস্কৃতি চর্চার অধিকার নিশ্চিত করবে। 

তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সবার প্রতি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
১০