রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের বিজয় তিলক প্রদান উৎসব

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:২৪
ছবি : বাসস

রাঙ্গামাটি, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিজয়া দশমী উপলক্ষে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের ‘বিজয় তিলক প্রদান’ (বড়রা ছোটোদের আশীর্বাদ দেওয়া) উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন মন্দির ও মণ্ডপে দশমীর অঞ্জলি প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এই উৎসব চলে। এর ধারাবাহিকতায় রাঙ্গামাটির জেল রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয় ভবনে সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিজয় তিলক প্রদান উৎসব পালন করা হয়।

নীতি ভুবন চাকমা সঞ্চালনায় এবং সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে এ তিলক প্রদান অনুষ্ঠান হয়। 

এতে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল-হক, ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংকৃতিক ইনস্টিউটের সহকারী সহকারী পরিচালক রুনেল চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন, গঙ্গা মায়ের মন্দিরের পরিচালক বাবুল ত্রিপুরা, অভিভাবক অনামিকা চাকমা, থুইম্রানু, সিনিয়র শিক্ষার্থী অশ্রু মুৎসুদ্দি, প্রসেনজীৎ দেব, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক মনু মারমা, সংগীত শিল্পী হিমাদ্রী গুর্খা মিতুলসহ গুর্খা সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সুর নিকেতন সংগীত শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল-হক বলেন, পাহাড়ে গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখতে হলে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে চলার পথ দেখাতে হবে। যাতে করে এই নতুন প্রজন্ম গুর্খা সম্প্রদায়ের বিভিন্ন উৎসব ও আচার-অনুষ্ঠান যথাযথভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে।

অনুষ্ঠানে সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দুর্গা উৎসবের দশমীর দিনে এই বিজয় তিলক প্রদান পালন করে আসছে। এই উৎসব সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য বৃদ্ধি করে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 
ইসলামি ব্যাংকিং খাত শক্তিশালীভাবে গড়তে ভালো নিরীক্ষা প্রয়োজন: গভর্নর
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০