পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪২
পটুয়াখালীর বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যায় মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

পটুয়াখালী, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যায় মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বাউফল থানার এসআই মাসুদ খলিফার নেতৃত্বে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দ ঘরামির বাড়ি বাউফলের কায়না গ্রামে।

বাউফল থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ কায়না গ্রামে শাহ-আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খেলে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ-আলম। হাসপাতালে চিকিৎসাধীন থাকার প্রায় এক মাস পর শাহ আলম মারা যান। এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্য নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 
ইসলামি ব্যাংকিং খাত শক্তিশালীভাবে গড়তে ভালো নিরীক্ষা প্রয়োজন: গভর্নর
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০