পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪২
পটুয়াখালীর বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যায় মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: বাসস

পটুয়াখালী, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যায় মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বাউফল থানার এসআই মাসুদ খলিফার নেতৃত্বে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দ ঘরামির বাড়ি বাউফলের কায়না গ্রামে।

বাউফল থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ কায়না গ্রামে শাহ-আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খেলে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ-আলম। হাসপাতালে চিকিৎসাধীন থাকার প্রায় এক মাস পর শাহ আলম মারা যান। এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্য নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাত বছর পর জিম্বাবুয়ে দলে ফিরলেন ক্রেমার
সমৃদ্ধির জন্য উদ্ভাবন ও গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান এহসানুল হকের
ডেঙ্গুতে আরো ৬৫৯ জন হাসপাতালে ভর্তি
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলার ও কোয়েৎজি
মুন্সীগঞ্জে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রাণিদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮১২ জন
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ নারী দল
রংপুরে সাহিত্য পুরস্কার পেলেন ১০ লেখক
১০