কুলিয়ারচরে ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪৭
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. ওয়াসিম মিয়া (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধার করতে গিয়ে আরও চার কিশোর বন্ধু আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওয়াসিম ওই গ্রামের উসমান মিয়ার ছেলে। আহতরা হলেন—একই গ্রামের ফাইম মিয়া (১৫), আরিফুল (১৭), সিয়াম মিয়া (২১) ও আদনান মিয়া (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচ বন্ধু একসঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরতে নামেন। এ সময় হঠাৎ ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন অন্য চারজন। কিন্তু তারাও ডুবে যাওয়ার উপক্রম হয়। নদীতে থাকা জেলেরা দ্রুত এগিয়ে এসে চারজনকে জীবিত উদ্ধার করে বেলাব উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও ওয়াসিমকে পাওয়া যায়নি। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে আবারও তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 
ইসলামি ব্যাংকিং খাত শক্তিশালীভাবে গড়তে ভালো নিরীক্ষা প্রয়োজন: গভর্নর
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০