কুলিয়ারচরে ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৪৭
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. ওয়াসিম মিয়া (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধার করতে গিয়ে আরও চার কিশোর বন্ধু আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওয়াসিম ওই গ্রামের উসমান মিয়ার ছেলে। আহতরা হলেন—একই গ্রামের ফাইম মিয়া (১৫), আরিফুল (১৭), সিয়াম মিয়া (২১) ও আদনান মিয়া (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচ বন্ধু একসঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরতে নামেন। এ সময় হঠাৎ ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন অন্য চারজন। কিন্তু তারাও ডুবে যাওয়ার উপক্রম হয়। নদীতে থাকা জেলেরা দ্রুত এগিয়ে এসে চারজনকে জীবিত উদ্ধার করে বেলাব উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও ওয়াসিমকে পাওয়া যায়নি। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে আবারও তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ দুইজন নিহত
নওগাঁয় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
দেবিদ্বারের বরকামতা দুর্গাবাড়ি : ১৩ শতকের ঐতিহ্যের আলোকবর্তিকা
এগিয়ে থেকেও পিএসজির কাছে পরাজিত বার্সেলোনা, মোনাকোর সাথে পয়েন্ট হারিয়েছে সিটি
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
১০