মাদারীপুর, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): নতুন বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য গণতন্ত্রের সুফল ভোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বুধবার রাতে মাদারীপুরের ডাসারে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে গুরুত্ব দিয়ে দেখেন। সমাজের প্রতিটি মানুষ যেন মৌলিক অধিকার ভোগ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা কোনো হানাহানি চাই না, জুলুম-অত্যাচার চাই না। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা দমন-পীড়ন দেশের জন্য কাম্য নয়। আমরা মাঠে-ঘাটে জনগণের ভালোবাসা অর্জনের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।