ফেনী, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দাগনভূঞায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়ায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলোনিয়া বাজারের একটি চা দোকানের উপর যাত্রীবাহী বাস আছড়ে পড়লে তারা নিহত হন। নিহতরা হলেন, শামীম আরা বেগম (৫০), শ্রাবণ (১২) ও অজ্ঞাত নামা এক নারী। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের সম্পর্কে বিস্তারিত বলা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের থেকে জানা যায়, মহিপাল থেকে ছেড়ে আসা সুগন্ধা নামক যাত্রীবাহী বাসটি সিলোনিয়া ব্রিজের উপর উঠার সময় রাস্তার বাঁকে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসেরচালক ডান পাশে বাসটি নেয়ার চেষ্টা করলে সেটি ব্রিজের রিলিংয়ের পর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। একই সময় বাসের পেছনে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে সেটি সিলোনিয়া বাজারের একটি চা দোকানের উপর আছড়ে পড়ে। সেখানে বাসচাপায় ওই তিনজন মারা যান।
তথ্য নিশ্চিত করে মইিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, আমরা তাৎক্ষনিক সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। আহতদের ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।