দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে নিরাপত্তা জোরদার কোস্টগার্ডের

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। ছবি: বাসস

বাগেরহাট, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড।

বুধবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য বাসসকে জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। এর ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চল খুলনার রুপসা, কয়রা ও দাকোপ; বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে ৪৪ টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

আজ প্রতিমা বিসর্জনের দিন যেকোনো ধরণের নাশকতা থেকে জানমাল ও উপাসনালয়সমূহ রক্ষা করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড। 

আজ ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকাডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্টগার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল
নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬
বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ : হাসনাত আব্দুল্লাহ
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
১০