দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে নিরাপত্তা জোরদার কোস্টগার্ডের

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। ছবি: বাসস

বাগেরহাট, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড।

বুধবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য বাসসকে জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। এর ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চল খুলনার রুপসা, কয়রা ও দাকোপ; বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে ৪৪ টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

আজ প্রতিমা বিসর্জনের দিন যেকোনো ধরণের নাশকতা থেকে জানমাল ও উপাসনালয়সমূহ রক্ষা করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড। 

আজ ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকাডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্টগার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর 
ইসলামি ব্যাংকিং খাত শক্তিশালীভাবে গড়তে ভালো নিরীক্ষা প্রয়োজন: গভর্নর
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০