নোয়াখালী, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কবিরহাট উপজেলার নেয়াজপুর, অশ্বদীয়া এবং সুন্দলপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতারা। এসময় তারা সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
এ সময় স্থানীয় বিএনপির ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।