খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তীতে ২ দিনব্যাপী আয়োজন

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৫:১৮ আপডেট: : ০২ অক্টোবর ২০২৫, ১৫:২২
ছবি : বাসস

খুলনা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনায় রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় রোটারী স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থকে পৌরসভা মোড় হয়ে আবার রোটারী স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

বেলুন ও কবুতর উড়িয়ে মূল আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠান সূচি অনুযায়ী কেক কাটা হয়। পরে ‘আলোকিত হোক আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এভাবে মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরকে বহুদিন পর দেখে জড়িয়ে ধরে আনন্দ-উচ্ছাসে মেতে ওঠেন। সব মিলিয়ে বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে রোটারী স্কুলের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

২০০০ সালের এসএসসি ব্যাচের সালেহীন আহমেদ রোমেল বলেন, এতদিন পর পুরোনো সহপাঠী-বন্ধুদের একসঙ্গে দেখে আনন্দে আপ্লুত হচ্ছি। এতদিন পর ছোটবেলার বন্ধুদের দেখে যেন আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি। 

জানা গেছে, অনুষ্ঠান রয়েছে ৩ অক্টোবর শুক্রবারেও। বর্ণাঢ্য আয়োজনে পরদিনও আনন্দ চলবে সারাদিন-রাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না থুরাম
পটুয়াখালীতে ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ 
রাজধানীর নাখালপাড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিমের ইন্তেকাল
১০