মহেশপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৬:২২
মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সীমান্তে হত্যাকাণ্ড ও চোরাচালান প্রতিরোধে আজ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর সীমান্তের মাতিলা বিওপি এলাকার ৫৩ নম্বর সীমান্ত পিলারের সংলগ্ন জিরো লাইনে সকাল ৮টার দিকে এ সভা শুরু হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দেন এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শৈলেশ কুমার ভারতের পক্ষের নেতৃত্ব দেন।

লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, দুই ঘণ্টাব্যাপী এই সভায় সীমান্ত হত্যা, মানব পাচার, গরু চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুই বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় ৫৮ বিজিবি’র ১০ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন-এর ১০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দু’পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ
ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
ট্রাম্পের গাজা পরিকল্পনা অধ্যয়নের জন্য আরো সময় প্রয়োজন : হামাস 
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ভেলাবাইচ অনুষ্ঠিত
১০