নওগাঁয় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

নওগাঁ, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দিন বসু হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন(ছুতা) প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসু পেশায় মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে হাঁসাইগাড়ী ও আশপাশের বিলে মাছ ধরে জীবিকা চালাতেন। প্রতিদিনের মতো আজও বিলে মাছ ধরতে যান। সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল ও মাঝেমধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুষল ধারে বৃষ্টি শুরু হয়। 

তিনি মাছ ধরা বন্ধ করে সড়কে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জছিম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে একজন বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে গাজাবাসীর স্বাগত
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার
কুমিল্লা ইপিজেডে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান, রপ্তানীতে রেকর্ড
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
ডেঙ্গু আক্রান্ত ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ৫ বাস জব্দ
জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল
হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোয়ান
১০