মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ভেলাবাইচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:১৪
প্রতীকী ছবি

মাদারীপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত ব্যাতিক্রমী এ আয়োজন উপভোগ করতে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর ভিড় জমে। তাদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকেলের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলাবাইচ দেখতে আসেন। এ সময় নদীপাড়ে তিল ধারণের জায়গা ছিল না। অংশগ্রহণকারী দলগুলো কলা গাছের তৈরি ভেলায় চড়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার সময় দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

আয়োজকরা জানান, ২০টি ভেলা নিয়ে ২০ জন প্রতিযোগী ভেলাবাইচে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে স্থানীয় ইয়াসিন সরদার প্রথম, জাফর বেপারী দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয় স্থান লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছোসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এ সময় তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।

স্থানীয়রা জানান, তারা প্রতিবছর বর্ষা শেষে নৌকাবাইচের আয়োজন করেন। তবে এবার ব্যাতিক্রমধর্মী ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি ধুরাইলসহ আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব
পটুয়াখালীতে ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড
চট্টগ্রামে ১দিনে ৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 
নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক
আগামী ৬ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে গাজাবাসীর স্বাগত
১০