ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৩
ফেনীর দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ছবি: বাসস

ফেনী, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দাগনভূঞা উপজেলার মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। 

আজ শনিবার দিনব্যাপী মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে নবীন-প্রবীণের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ এবং সাংস্কৃতিক কর্মী আশরাফুল হক আরমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, মমারিজপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহিম, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মাঈন উদ্দিন খাজু, যুগ্ম সদস্য সচিব আবদুল কাইয়ুম দুলাল প্রমুখ।

বিকালে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। 

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা, বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং দাতা সম্মাননা, প্রাক্তন সদস্যদের শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দেশের বিশিষ্ট ফোক শিল্পী সুকুমার বাউল এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন। 

প্রথম ব্যাচের শিক্ষার্থী নুরুল আফসার বলেন, ‘আজকের এই মিলন মেলা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। যাদের সাথে একসাথে পড়ালেখা করেছি তাদের সাথে আবার একসাথে দেখা হবে এটা আসলে ভাবনার অতীত ছিলো। অনেকদিন পর সহপাঠীদের ’ দশম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা নোভা জানান, “৫০ বছর আগের আমাদের বড় ভাই-বোনদের একসাথে দেখে আমরা তাদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি।" 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধাকে সঠিক ভাবে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত থাকতে হবে।"

এরআগে, শুক্রবার বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার
ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
গাজা হত্যাকাণ্ড ‘একবারের জন্য’ বন্ধের সুযোগকে স্বাগত জাতিসংঘ মানবাধিকার প্রধানের
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব
পটুয়াখালীতে ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান
১০