পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
পিরোজপুরে : জেলার কাউখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। ছবি : বাসস

পিরোজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কাউখালী উপজেলার কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

এ দাবিতে আজ শনিবার বিকেলে ইউনিয়নের সয়না গ্রামের নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার মানববন্ধন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীর সয়না মৌজায় কালীগঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার ফলে সয়না ধাবরী, মেঘপাল গ্রামে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতির মধ্যে পড়েছে স্থানীয়রা। 

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইউপি সদস্য ফিরোজ খান, ইউপি সদস্য সোনালি রানী দাস প্রমুখ।

বক্তারা বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার
টেস্টে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
আগামী এক মাসের মধ্যে সিরাজগঞ্জে মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠিত
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে জিতল বাংলাদেশ
মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
১০