পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
পিরোজপুরে : জেলার কাউখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। ছবি : বাসস

পিরোজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কাউখালী উপজেলার কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

এ দাবিতে আজ শনিবার বিকেলে ইউনিয়নের সয়না গ্রামের নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার মানববন্ধন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীর সয়না মৌজায় কালীগঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার ফলে সয়না ধাবরী, মেঘপাল গ্রামে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতির মধ্যে পড়েছে স্থানীয়রা। 

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইউপি সদস্য ফিরোজ খান, ইউপি সদস্য সোনালি রানী দাস প্রমুখ।

বক্তারা বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০