কুমিল্লায় প্রাণী প্রেমিদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৯:০৪ আপডেট: : ০৪ অক্টোবর ২০২৫, ১৯:৪২
কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রাণী প্রেমিদের মিলনমেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫’ অনুষ্ঠিত। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রাণী প্রেমিদের মিলনমেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা’ এবং ‘ক্যাটস হোম- বিড়ালের বাড়ি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’ ও ‘ক্যাটস হোম বিড়ালের বাড়ি’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, বার্ড-এর উপ-পরিচালক বিমল চন্দ্র কর্মকার, নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরুল হাসান রাসেল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি প্রমুখ। 

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, সাংবাদিকতা ও প্রাণী কল্যাণে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রাণী বিষয়ক সংবাদ পরিবেশনের জন্য এটিএন বাংলার খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু, সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের তাওহিদ হোসেন মিঠু, মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তরুণ ভেটেরিনারি চিকিৎসকদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘বিড়ালের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা’। এতে দেশি ও বিদেশি ক্যাটাগরিতে ছয়টি বিড়াল পুরস্কার অর্জন করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এছাড়া কানিভা পেট ফুড থাইল্যান্ড, ক্যাট প্যারাডাইজ কুমিল্লা ও এভিয়ারী টাউন তাদের পণ্য প্রদর্শন এবং অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করে।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, প্রাণী প্রেমি, চিকিৎসক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০