অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৪১
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি’তে দুই দিনব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে দুই দিনব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিমে শনিবার এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)’র সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক আমিরুল সালাত, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটির লীড নাজমুল আহসান এবং অ্যাকশনএইড বাংলাদেশের হেড অফ ফাইন্যান্স মো. রফিকুল ইসলাম এসিএ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এতে শুভেচ্ছা বক্তব্য দেন। ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেগোসিয়েশন ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বিতর্ক উৎসবে দেওয়া পরামর্শ ও প্রস্তাবনা জাতীয় পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

এবারের বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪টি দল এবং স্কুল-কলেজ পর্যায়ের ১৬টি দল অংশ নেয়। বারোয়ারী বিতর্কে ঢাবির তাহমিদা মালিহা চ্যাম্পিয়ন হন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রতিনিধি দল চ্যাম্পিয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রতিনিধি দল রানার-আপ হয়। স্কুল-কলেজ পর্যায়ে বিএএফ শাহীন কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি বিজ্ঞান কলেজ রানার-আপ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০