অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৪১
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি’তে দুই দিনব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে দুই দিনব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিমে শনিবার এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)’র সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক আমিরুল সালাত, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটির লীড নাজমুল আহসান এবং অ্যাকশনএইড বাংলাদেশের হেড অফ ফাইন্যান্স মো. রফিকুল ইসলাম এসিএ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এতে শুভেচ্ছা বক্তব্য দেন। ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেগোসিয়েশন ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বিতর্ক উৎসবে দেওয়া পরামর্শ ও প্রস্তাবনা জাতীয় পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

এবারের বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪টি দল এবং স্কুল-কলেজ পর্যায়ের ১৬টি দল অংশ নেয়। বারোয়ারী বিতর্কে ঢাবির তাহমিদা মালিহা চ্যাম্পিয়ন হন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রতিনিধি দল চ্যাম্পিয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রতিনিধি দল রানার-আপ হয়। স্কুল-কলেজ পর্যায়ে বিএএফ শাহীন কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি বিজ্ঞান কলেজ রানার-আপ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৭ জন গ্রেফতার
রংপুরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সাত শতাধিক ঘরবাড়ি
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নির্বাচন অপরিহার্য: আমির খসরু
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা 
এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বেড়েছে, পরিপত্র জারি
সচিবালয়কে দিয়েই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু হলো : পরিবেশ উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু : দুদু
১০