মুন্সীগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার রনছ হাওলাদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রনছ হাওলাদার পাড়ার আলকেস সরদারের ছেলে মো. ইয়াছিন সরদার (৩০) ও মৃত আফতাব উদ্দিনের ছেলে ফজল বেপারী (৩৮)।
পুলিশ জানায়, রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রনছ হাওলাদার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াছিন সরদার ও ফজল বেপারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।