দিনাজপুর, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বিশ্ব শিক্ষক দিবসে জেলা প্রশাসক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে দেশের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন।
আজ রোববার দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালি ও জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের আয়োজনে রোববার দুপুরে জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দূর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। নীতি-নৈতিকতা দিয়ে এ সমাজ ও দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এতে বিশেষ অতিথির বক্তব্য দে, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন শাহজাহান সিদ্দিক।
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচনা করেন, সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আব্দুর রাজ্জাক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানব সম্পদ দেশের একমাত্র অবলম্বন। দেশে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জিলা স্কুলের শিক্ষক ফারহানা কুইন ও সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. সাকরিনা বেগমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।