কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৭
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত মো. ফয়সাল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার ফয়সালের ছোট ভাই সালাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।

এর আগে গতকাল বেলা ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।

সালাহ উদ্দিন জানান, শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে টানেলের মাঝপথে বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হয়। 

পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ফয়সালের স্ত্রীসহ আরো চারজন গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছেন।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, টানেলে দুর্ঘটনায় আহত অবস্থায় ছয়জনকে চিকিৎসার জন্য আনা হয়। তবে, তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ফয়সাল নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০