টাঙ্গাইল, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার রাতে এক শিশুর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মারা যাওয়া শিশু টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মনিরা (১১)। নিখোঁজ দুই শিশু হলো একই এলাকার মো. বোরহানের মেয়ে আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (৯)। মারা যাওয়া মনিরা সম্পর্কে নিখোঁজ আছিয়া ও মাফিয়ার খালাতো বোন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ওই তিন শিশু নিখোঁজ হয়।
এ দিকে আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্তনা দেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই তিন শিশু তাদের অন্য খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে ঘোষ পাড়ায় বেড়াতে যায়। শনিবার দুপুরে তারা ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো: জানে আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল গতরাতে এক শিশুর লাশ উদ্ধার করেছে। অন্য দুই শিশুকে উদ্ধারে অভিযান চলছে।